ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

গুলশান হামলার ঘটনায় নিন্দা ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, জুলাই ৩, ২০১৬
গুলশান হামলার ঘটনায় নিন্দা ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের

ঢাকা: রাজধানীর গুলশাল হলি আর্টিজেন বেকারি রেস্টুরেন্টে ভয়াবহ সন্ত্রাসী হমালার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

রোববার (০৩ জুলাই) অ্যাসোসিয়েশনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

অ্যাসোসিয়েশটির সভাপতি এ কে আজাদ ও মহাসচিব রঞ্জন কর্মকার বিজ্ঞপ্তিতে ওই হামলার ঘটনায় নিরীহ দেশি- বিদেশি সাধারণ মানুষের প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন। শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানান তারা।

এসব সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড দৃঢ়ভাবে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী হামলাকারী তরুণরা পরিবার থেকে দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলো এবং এখনও অনেক বিপদগামী তরুণ নিজ পরিবার থেকে বিচ্ছিন্ন রয়েছে। তাদের খুব দ্রুত শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০১৬
টিআই

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।