ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

আ‌লেম-ওলামা‌দের প্রকৃত ইসলাম তু‌লে ধরতে বললেন শিক্ষামন্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আ‌লেম-ওলামা‌দের প্রকৃত ইসলাম তু‌লে ধরতে বললেন শিক্ষামন্ত্রী  ছবি:কাশেম হারুন-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‌যে না‌মে যে উ‌দ্দে‌শ্যে ‌দে‌শে মানুষ হত্যা ও বোমাবা‌জি করা হ‌চ্ছে তার নাম ইসলাম নয়। এজন্য আ‌লেম-ওলামা‌দের প্রকৃত ইসলাম তু‌লে ধরতে হবে।

রোববার (১০ জুলাই) দুপু‌রে ম‌তি‌ঝি‌লে এন‌সি‌টি‌বি মিলনায়ত‌নে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা সা‌হিত্য পাঠ, বাংলা সহপাঠ ও ইং‌লিশ ফর টু‌ডে পাঠ্যপুস্তক বিতরণ উ‌দ্বোধন অনুষ্ঠা‌নে প্রধান অ‌তি‌থির বক্তব্য রাখ‌ছি‌লেন‌ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম না‌হিদ।

মন্ত্রী ব‌লেন, ধনী ঘ‌রের ছে‌লে‌দের টা‌র্গেট ক‌রে এখা‌নে নেওয়া হ‌চ্ছে। তাই কোনো ছাত্রের আচরণ স‌ন্দেহ হ‌লেই শিক্ষাপ্র‌তিষ্ঠান ও পু‌লিশ‌কে জানা‌তে হ‌বে। আর আ‌লেম-ওলামারা বক্তব্য দি‌য়ে প্রকৃত ইসলা‌মের ব্যাখ্যা তু‌লে ধর‌বেন।

মন্ত্রী অ‌ভিভাবক‌দের উ‌দ্দে‌শ্যে ব‌লেন, সন্তান‌দের ব্যাপা‌রে সতর্ক থাক‌তে হ‌বে। ও‌দের বয়স‌টা এমনই যে নানা কার‌ণে তা‌দের বিভ্রান্ত হওয়ার সু‌যোগ থা‌কে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ