ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

নর্থ-সাউথে এক সেমিস্টার অনুপস্থিতিতে ছাত্রত্ব বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
নর্থ-সাউথে এক সেমিস্টার অনুপস্থিতিতে ছাত্রত্ব বাতিল

ঢাকা: নর্থ-সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এক সেমিস্টার অনুপস্থিত হলেই তাদের ছাত্রত্ব বাতিল করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১০ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত হয়।

এতে উঠে এসেছে, কোনো ছাত্র-ছাত্রী এক সেমিস্টারও অনুপস্থিত থাকতে পারবেন না। তাদের নিয়মিত হতে হবে।

চলমান সন্ত্রাসবাদ ও জঙ্গিকাণ্ডে এই বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীর নাম উঠে আসার পর এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়েও ইতোমধ্যে উঠে এসেছে।

***নর্থ-সাউথ ইউনিভার্সিটির বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ