ঢাকা: জঙ্গিবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষক, পরিচালনা পর্ষদ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ।
বুধবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি কিছু নির্দেশনা দেন।
এতে বলা হয়, শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা নিন, যেসব কলেজে আবাসিক হোস্টেল রয়েছে, সেখানেও শিক্ষার্থীদের দৈনিক হাজিরা নিশ্চিত করুন এবং হাজিরা তালিকা তৈরি করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে পাঠান, প্রাইভেট শিক্ষার্থীদের সঙ্গে যেন অভিভাবকদের সম্পৃক্ততা বাড়ে- সে বিষয়ে আলোচনা করুন, পাশাপাশি নিয়মিত সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহ এসব পদক্ষেপের বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পর্যবেক্ষক দলও পাঠানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জুলাই ১৩, ২০১৬
এটি