কুবি: গ্রীষ্মকালীন অবকাশ, শবই কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ৪০ দিনের ছুটি শেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) খুলছে রোববার (১৭ জুলাই)।
বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার সূত্রে জানা যায়, ৫ জুন থেকে শুরু হয়ে ছুটি শেষ হয় ১৪ জুলাই।
তবে, ১৫ ও ১৬ জুলাই শুক্রবার ও শনিবার হওয়ায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হবে রোববার থেকে। ৫ জুন থেকে একাডেমিক ছুটি শুরু হলেও প্রশাসনিক ছুটি শুরু হয় ২৬ জুন।
দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৬
আরবি/পিসি