ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

ইউল্যাবের সঙ্গে এআইডিআইএ’র চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
ইউল্যাবের সঙ্গে এআইডিআইএ’র চুক্তি স্বাক্ষর

ঢাকা: ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের সঙ্গে এশিয়ান ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনালের (এআইডিআইএ) মধ্যে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১৭ জুলাই) ইউল্যাব থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধানমন্ডিস্থ ইউল্যাব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে সমঝোতা চুক্তিতে সই করেন ইউল্যাবের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইমরান রহমান এবং এআইডিআইএ’র সিইও সুনিল কেসি।

সমঝোতা চুক্তির মূল্য উদ্দেশ্য হচ্ছে- শিক্ষা, জ্ঞান ও গবেষণাগত বিভিন্ন বিষয়াদি আদান-প্রদান এবং প্রতিষ্ঠান দু’টির যৌথ উদ্যোগে বিভিন্ন ধরনের শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বোর্ড অব ট্রাস্টিজ সদস্য জুডিথা অহলমাসের, অধ্যাপক ব্রেইন শোস্মিথ, ইউল্যাব প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর এইচ এম জহিরুল হক, ট্রেজারার প্রফেসর মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে. কর্নেল ফয়জুল ইসলাম (অব.) সহ দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৬
আরএইচএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।