ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিপিএড পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
বিপিএড পরীক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিপিএড ২০১৪-১৫ শিক্ষাবর্ষের পরীক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

 

বুধবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বিভিন্ন কলেজের বিপিএড শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের ৩০টি বেসরকারি এবং ছয়টি সরকারি বিশ্ববিদ্যলয়ের বিপিএড কোর্স সম্পন্ন হয়েছে। ১১ মাস আগে ফরম পূরণ হয়েছে তার পরও ২০১৪-১৫ শিক্ষাবর্ষের বিপিএড পরীক্ষার রুটিন ঘোষণা করা হয়নি।

এই কর্মসূচির ভিত্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আগামী এক মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৬
এএটি/আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।