বগুড়া: বগুড়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজের (এপিবিএন) উদ্যোগে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের সহকারী অধ্যাপক হাবিবুল মওলা ও প্রভাষক নূর-ই আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গভর্নিং বডির সভাপতি এপিবিএন ৪-এর অধিনায়ক পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আব্দুর রহিম পিপিএম, কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মোস্তফা কামাল, সহকারী প্রধান শিক্ষক ফজলুল হক, শিক্ষক প্রতিনিধি মাহফুজুর রহমান জুয়েল, নাদিরা সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যরা প্রতিষ্ঠান থেকে ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২শ’ ১৪ জন শিক্ষার্থীর হাতে ক্রেস্ট তুলে দেন।
এর আগে প্রধান অতিথি ৩২টি সিসিটিভি ক্যামেরার কার্যক্রমের উদ্বোধন করেন। এসব ক্যামেরা স্থাপনের মধ্য দিয়ে কলেজটি ডিজিটাল প্রতিষ্ঠানে রূপান্তরে আরও একধাপ এগিয়ে গেলো বলে মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
এমবিএইচ/জিসিপি/আইএ