ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): ২০১৫ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফলাফলের জন্যে ‘এ কিউ এম মহিউদ্দিন মেমোরিয়াল বৃত্তি’ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের দুই শিক্ষার্থী।
তারা হলেন- আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও জান্নাতুল ফেরদৌস।
রোববার (৩০ অক্টোবর) উপাচার্য লাউঞ্জে এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক তাদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. হাফিজা খাতুন ও ট্রাস্ট ফান্ডের দাতা অধ্যাপক ড. নাজনীন আফরোজ হক বক্তব্য দেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রয়াত এ কিউ এম মহিউদ্দিন একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯১৭ সালে জন্ম নেওয়া এ ব্যক্তিত্ব ১৯৮২ সালে ইন্তেকাল করেন। তার স্মৃতি রক্ষার্থে এ ফান্ড চালু করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৬
এসকেবি/এমএ