ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

পবিপ্রবির বিএএম অনুষদের দশম ব্যাচের বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
পবিপ্রবির বিএএম অনুষদের দশম ব্যাচের বিদায় ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পটুয়াখালী: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিএএম অনুষদের দশম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধন‍া দেওয়া হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিএএম অনুষদের ডিন প্রফেসর বদিউজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. শামসুদ্দীন।

‍অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভাগের শিক্ষক সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন, ড. মো. সুজাহাঙ্গীর কবির ও কয়েকজন বিদায়ী শিক্ষার্থী।

এরআগে সকাল সাড়ে ৯টায় বিএএম অনুষদ ভবনের সামনে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। পরে তার নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে, বিদায় উপলক্ষে বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৬
এমএস/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।