ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘের সম্মেলন

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
জাবিতে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘের সম্মেলন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস্ অ্যাসোসিয়েশনের (জেইউমুনা) উদ্যোগে তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সংসদ সম্মেলন শুরু হচ্ছে।

মঙ্গলবার (০১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সেক্রেটারি জেনারেল শাইখ সিরাজ মো. আসকার।

তিনি জানান, শিক্ষার্থীদের মাঝে কূটনৈতিক চর্চা ও সমঝোতার মনোভাব তৈরির লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হচ্ছে। আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ সম্মেলন চলবে। সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত থাকবেন।

সম্মেলনে ভারত-পাকিস্তান সমস্যা, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষা কাঠামোর উন্নয়ন, সর্বস্তরের মানুষের অংশগ্রহণের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিহত করাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিতর্ক ও আলোচনা করা হবে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে ঢাকাস্থ জাতিসংঘ তথ্যকেন্দ্র (ইউএনআইসি)-এর অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মো. আবদুল্লাহ হেল কাফী প্রমুখ।

সংবাদ সম্মেলনে সংগঠনটির ডিরেক্টর জেনারেল দীপ্ত অন্তর মোমেন, হেড অব মিডিয়া অ্যান্ড প্রমোশন কেয়া প্যারিস, হেড অব ইন্টার্নাল অ্যাফেয়ার্স মো. জাহিদুল হাসান, ডিরেক্টর ডেলিগেট অ্যাফেয়ার্স নাবিহা জুমানা অংকুর, ডিরেক্টর অব প্রমোশন মোহাম্মদ ইবনে হাসান, আন্ডার সেক্রেটারি জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন সুজন বাড়ই প্রমুখ উপস্থিত ছিলেন।

২০১৫ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস্ অ্যাসোসিয়েশন (জেইউমুনা) যাত্রা শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।