শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাবের সিভি রাইটিং বিষয়ক কর্মশালা সম্পন্ন হয়েছে।
শনিবার (০৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সেন্টার অব এক্সিলেন্সের পরিচালক অধ্যাপক ড. আখতারুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. মোজাম্মেল হক।
ক্যারিয়র ক্লাবের সভাপতি সাকিব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করপোরেট আস্কের সিইও নিয়াজ আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আখতারুল ইসলাম একটি সফল ক্যারিয়ার গঠনে শিক্ষার্থীদের অধিক অধ্যয়ন এবং ক্যারিয়ার নিয়ে সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করার আহ্বান জানান।
তিনি ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের হতাশা থেকে দূরে থাকার পরামর্শ দেন। প্রধান বক্তা হিসেবে নিয়াজ আহমেদ সফল ক্যারিয়ার গঠনে মান সম্পন্ন সিভি তৈরির ওপর আলোচনা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এএটি/আইএ