ঢাকা: বেসরকারি কলেজ জাতীয়করণের ক্ষেত্রে শিক্ষকদের ক্যাডার হিসেবে বিবেচনা না করার দাবি জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি।
রোববার (০৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের ক্যাডারভূক্ত করা হলে বিসিএস’র মাধ্যমে যারা শিক্ষক হিসেবে কাজ করছেন তাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি হবে। ক্যাডারের শৃঙ্খলায় বিপর্যয় নেমে আসবে। ফলে সরকারি কর্ম কমিশনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কাউকে শিক্ষা ক্যাডার করা যাবে না।
বেসরকারি কলেজগুলোকে জাতীয়করণ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলা হয়, জাতীয়করণ করা শিক্ষকদের নন-ক্যাডার শিক্ষক হিসেবে বিবেচনা করে তাদের জন্য নতুন বিধিমালা তৈরি করতে হবে।
সংবাদ সম্মেলনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খন্দকার ও মহাসচিব শাহেদুল খবির চৌধুরীসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমইউএম/এএটি/বিএস