ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবিতে তৃতীয় গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
জাবিতে তৃতীয় গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাইন্স ক্লাব আয়োজিত তৃতীয় গণিত অলিম্পিয়াডের ফল প্রকাশ করা হয়েছে।

রোববার (০৬ নভেম্বর) সন্ধ্যায় ক্লাবের এক সভায় আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করা হয় বলে গণিত অলিম্পিয়াডের আহ্বায়ক সবুজ সরকার শুভ জানিয়েছেন।

বাংলানিউজকে তিনি জানান, জাবি সাইন্স ক্লাবের ফেসবুক গ্রুপ ও অফিসিয়াল পেইজে এ ফল প্রকাশ করা হয়েছে। ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রতি ক্লাসে ১৫ জন করে মেধা তালিকা প্রকাশ করা হয়।

খুব শিগগির এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হবে বলেও জানান তিনি।

গত ২১ অক্টোবর (শুক্রবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজে এ গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। এ অলিম্পিয়াডে ৪০টি প্রতিষ্ঠানের প্রায় আড়াই হাজার শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা নভেম্বর ৬, ২০১৬
জিপি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।