জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১শ’ শিক্ষার্থী।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ১৯ নভেম্বর (শনিবার) থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৭ নভেম্বর (রোববার) পর্যন্ত। ইতোমধ্যে মোট ৮টি ইউনিটে এক হাজার ৯শ’ ৯০টি আসনের বিপরীতে এক লাখ ৯৯ হাজার ২৮ শিক্ষার্থী আবেদন করেছেন।
আবেদন প্রক্রিয়া ৭ নভেম্বর (সোমবার) রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হয়েছে। ভর্তি পরীক্ষার বিস্তারিত সময়সূচি পরবর্তীতে সংবাদপত্র এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জিপি/পিসি