ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি কর্মচারী চাকরিচ্যুত

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি কর্মচারী চাকরিচ্যুত

বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ভঙ্গের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ভঙ্গের অভিযোগ এনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক কর্মচারীকে চাকরিচ্যুত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

মঙ্গলবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর (শুক্রবার) বিশেষ সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ এর-৪ (১) (চ) ধারা অনুযায়ী শহীদ সালাম বরকত হলের ঊর্ধ্বতন সহকারী মো. আব্বাস আলী তালুকদারকে ২১ অক্টোবর দুপুর থেকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রচলিত নিয়ম অনুযায়ী তাকে অবসর সুবিধাদি দেওয়া হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা অধ্যাদেশ ৪ (১) (গ) ধারা অনুযায়ী তার কাছে পাওনা বাবদ ৩০ লাখ ৮০ হাজার ৬১২ টাকা পেনশন থেকে কেটে নেওয়া হবে।

২০১০ সালে বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের ঊর্ধ্বতন সহকারী মো. আব্বাস আলী তালুকদার বিশ্ববিদ্যালয়ের পাঁচটি জলাশয় ইজারা নেন। ২০১৩ সালে ইজারার মেয়াদ শেষ হয়। ইজারার কার্যাদেশ পাওয়ার পর চুক্তিপত্র স্বাক্ষর করতে তাকে ৪বার এবং বকেয়া পরিশোধ করতে ১১বার চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু তিনি ইজারার সব শর্ত লঙ্ঘন করেন ও প্রশাসনের এসব চিঠি আমলে না নিয়ে মাছ চাষ এবং বিক্রি করতে থাকেন। ২০১৪ সালের ৪ এপ্রিল পর্যন্ত পাঁচটি জলাশয়ের জরিমানাসহ তার কাছে পাওনা দাঁড়ায় ৩০ লাখ ৮০ হাজার ৬১২ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।