ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে বই উৎসবে প্রাণের উচ্ছ্বাস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
রাজশাহীতে বই উৎসবে প্রাণের উচ্ছ্বাস রাজশাহীতে বই উৎসবে শিক্ষার্থীরা

রাজশাহী: বছরের প্রথম দিনের সকাল থেকে রাজশাহীর স্কুলে স্কুলে চলে বই উৎসব। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়। রঙিন মলাটের চকচকে বই হাতে পেয়ে এ সময় প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা প্রাণের উচ্ছ্বাসে মেতে উঠে। 

রোববার (০১ জানুয়ারি) সকালে রাজশাহী সরকারি কলেজিয়েট স্কুলে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন।

 

রাজশাহী জেলা শিক্ষা অফিসের উদ্যোগে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন। উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের পরিচালক প্রফেসর ড. আবদুল মান্নান সরকার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা রাজশাহী অঞ্চলের উপ পরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী।  

অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, বছরের প্রথম দিন সব শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দেওয়া সরকারের একটি বড় অর্জন। এর মাধ্যমে রাজশাহীসহ গোটা দেশে ঝরে পড়া শিক্ষার্থীর হার প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় প্রাণের সঞ্চার ঘটেছে। যা গোটা শিক্ষা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনছে বলে উল্লেখ করেন তিনি।

মহানগরীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন রাজশাহীর সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগ সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় স্কুল কমিটির সভাপতি শাহীন আকতার রেণী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন উপস্থিত ছিলেন।  

এদিকে, নতুন বছরের শুরুতেই বই হাতে পেয়ে বাধভাঙ্গা উল্লাসে মেতে উঠে শিক্ষার্থীরা। স্কুলের সব শিক্ষার্থীর কারও হাতে শোভা পাচ্ছিল নতুন বই। কারো হাতে বেলুন, কারো হাতে ছিল জরির ফিতা। স্কুল মাঠে শুধু যে কেবল শিক্ষার্থীরাই এসেছিল তা নয়। তাদের সঙ্গে এসেছিল অভিভাবকরাও।  

বই হাতে পাওয়ার পর রাজশাহীর শহীদ নজমুল হক স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম স্নিগ্ধা জানায়, বছরের প্রথম দিনে বই পেয়ে ভীষণ ভালো লাগছে। আজ থেকেই সে পড়ালেখা শুরু করবে। বার্ষিক পরীক্ষা পর থেকেই নতুন বইয়ের অপেক্ষা করছিল সে। আজ তা শেষ হয়েছে।  

রাজশাহীর সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম জানান, এবছর রাজশাহী জেলায় প্রাথমিকে ২ হাজার স্কুলে ৩ লাখ শিক্ষার্থীর হাতে সাড়ে ১৫ লাখ বই তুলে দেওয়া হয়েছে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ১ হাজার স্কুলে পৌনে ৩ লাখ শিক্ষার্থীর হাতে ৩০ লাখ নতুন বই তুলে দেওয়া হয়েছে।  
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এসএস/জেডএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।