ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে ব্যবসা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৭
শাবিপ্রবিতে ব্যবসা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার শাবিপ্রবিতে ব্যবসা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) সামাজিক ব্যবসা ও ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৬ জানুয়ারি) বিকেল ৪টায় বিশ্বদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন সাস্ট ক্যারিয়ার ক্লাব সেমিনারের আয়োজন করে।

সেমিনারে জিরো টু ইনফিনিটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মাহমুদ সামাজিক ব্যবসা বিষয়ে উপস্থাপন করেন এবং ইউরোপে উচ্চশিক্ষা বিষয়ের ওপর আলোচনা করেন ইয়ুথ কানির্ভালের প্রতিষ্ঠাতা শাহীনূর আলম জনি।

এছাড়া ক্যারিয়ার ক্লাবের সভাপতি সাকিব হাসান বলেন, শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়ন ও বিকাশে কাজ করে যাচ্ছে সংগঠনটি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি) বিভাগের প্রধান অধ্যাপক মোজাম্মেল হোসেন, ক্যারিয়ার ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৭
ওএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।