ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে ছাত্রলীগের শোক র‌্যালি

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
বাকৃবিতে ছাত্রলীগের শোক র‌্যালি বাকৃবিতে ছাত্রলীগের শোক র‌্যালি-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মেধাবী শিক্ষার্থী শওকত, ওয়ালী ও মোহসীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‌্যালি ও পুস্পস্তবক অর্পণ করেছে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বাকৃবি ছাত্রলীগের কার্যালয় থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শওকত, ওয়ালী ও মোহসীন স্মৃতি স্মরণে নির্মিত ঝরাফুল স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়।

সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।