ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাতে ননএমপিও শিক্ষকরা বসছেন ওবায়দুল কাদের সঙ্গে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
রাতে ননএমপিও শিক্ষকরা বসছেন ওবায়দুল কাদের সঙ্গে

ঢাকা: ননএমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্তির দাবিতে পঞ্চম দিনের মতো লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছে ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে নন এমপিও শিক্ষক কর্মচারী ফেডারেশনের প্রতিনিধি দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে বাংলানিউজকে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী।
 
এশারত আলী বলেন, দুপুরে সংগঠনের প্রতিনিধিরা বসে সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার সকাল ৯টা থেকে দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।
 
 বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
এএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।