ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির নবীনবরণ ২৮ জানুয়ারি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
শাবিপ্রবির নবীনবরণ ২৮ জানুয়ারি

(শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ জানুয়ারি (শনিবার)।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. এ এইচ এম বেলায়েত হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বেলায়েত হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া আগামী ১৬ জানুয়ারি (সোমবার) বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে জানান বেলায়েত হোসেন।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৭
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।