ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

‘শিক্ষকরা রাস্তায় কেন, শিক্ষামন্ত্রীর জবাব চাই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
‘শিক্ষকরা রাস্তায় কেন, শিক্ষামন্ত্রীর জবাব চাই’ ময়মনসিংহে শিক্ষক সমিতির মিছিল

ময়মনসিংহ: ‘শিক্ষকরা রাস্তায় কেন, শিক্ষামন্ত্রীর জবাব চাই’ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে মিছিল করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি ময়মনসিংহ শাখা।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শিক্ষাকে জাতীয়করণ করার দাবিতে এ মিছিলটি বের করা হয়।

মিছিলটি নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে কমিশনারের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি জমা দেন। এ সময় মিছিলে নগরীতে তীব্র যানজটের সৃষ্টি হয়।


এর আগে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে বিভাগীয় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিক।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কাশেম, সহ-সভাপতি অধ্য মো. বজলুর রহমান মিয়া, মীর মো. আশরাফ হোসেন, আলী আসগর হাওলাদার প্রমুখ।

সমাবেশে বক্তারা শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ, শিক্ষক-কর্মচারীদের ৫ পার্সেন্ট বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ন্যায়সঙ্গত দাবিসমূহ বাস্তবায়নের জোর দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।