ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কামালউদ্দিন হল

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জাবি’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কামালউদ্দিন হল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল ও ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন হয়েছে। 

একই সঙ্গে দ্রুততম মানব জিএম হাসান ও মরিয়ম আখতার আইরিন দ্রুততম মানবী হওয়ার গৌরব অর্জন করেছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম।

 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক মো. আবুল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় সভাপতি, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি, শারীরিক শিক্ষা অফিসের পরিচালকসহ অনেকে উপস্থিত ছিলেন।  

এবারের প্রতিযোগিতায় ছাত্র হলের মধ্যে আ ফ ম কামালউদ্দিন হল চ্যাম্পিয়ন এবং মওলানা ভাসানী হল রানার আপ হয়েছে।  

অন্যদিকে ছাত্রী হলের মধ্যে শেখ হাসিনা হল চ্যাম্পিয়ন এবং খালেদা জিয়া হল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।  

প্রতিযোগিতা শেষে বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা প্রতিযোগিতা উপভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।