ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুক্রবার

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুক্রবার বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুক্রবার-ছবি: বাংলানিউজ

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শুক্রবার (২০ জানুয়ারি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে এ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ থেকে ছাত্রদের ছয়টি দল ও ছাত্রীদের চারটি দল অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।