ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে অধাবেলা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৯, জানুয়ারি ২৫, ২০১৭
ফুলবাড়িয়ায় কলেজ জাতীয়করণের দাবিতে অধাবেলা হরতাল

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আবারও অধাবেলা হরতালের ডাক দিয়েছেন আন্দোলনকারী শিকক্ষ-শিক্ষার্থীরা।

বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় ডিগ্রি কলেজ শিক্ষক মিলনায়তনে আন্দোলন কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আবুল হাশেম হরতালের ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক রুহুল আমিন, আব্দুল মতিন, খায়রুল ইসলাম প্রমুখ।

আবুল হাশেম বলেন, কলেজ জাতীয়করণের দাবিতে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অধাবেলা হরতাল কর্মসূচি পালিত হবে।

একই দাবিতে বুধবার বিকেলে উপজেলা সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকরা।

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএএএম/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।