এতে বলা হয়েছে, আগামী ২৯ জানুয়ারি (রোববার) বিশ্ববিদ্যালয় অমর একুশের পাদদেশ থেকে মেলার উদ্বোধন করবেন প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক কামরুজ্জামান মনির। সন্ধ্যায় থাকছে জলসিঁড়ির আয়োজনে সঙ্গীতানুষ্ঠান ‘কুল ভাঙ্গা নদী’।
মেলার দ্বিতীয় দিন ৩০ জানুয়ারি (সোমবার) থাকছে বিশ্ববিদ্যালয় ক্যাফে চত্বরে ফানুস উৎসব।
তৃতীয় দিন ৩১ জানুয়ারি (মঙ্গলবার) ১ম পর্বে থাকছে জলসিঁড়ি কতৃক কবি সম্মাননা এবং কবি’র স্বরচিত কবিতা পাঠের আসর। ২য় পর্বে থাকছে জলসিঁড়ি প্রযোজনা ও সাদিয়া আফরিনের পরিচালনায় ‘কাব্যনাট্য’। মেলার শেষ দিন ১ ফেব্রুয়ারি (বুধবার) থাকছে জলসিঁড়ির পুনর্মিলনী।
বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরআই