ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রোববার ঢাকায় বসছে ‘ই-নাইন’ সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৭
রোববার ঢাকায় বসছে ‘ই-নাইন’ সম্মেলন সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ/ছবি: সুমন

ঢাকা: বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষামন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলন ই-নাইন।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ব্যানবেইস ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

শিক্ষামন্ত্রী জানান, উন্নয়নশীল নয়টি দেশ নিয়ে গঠিত ফোরাম ই-নাইন।

বাংলাদেশ ছাড়া এ ফোরামে রয়েছে ব্রাজিল, চীন, মিশর, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মেক্সিকো ও নাইজেরিয়া। পূর্বে ১০টি মন্ত্রী পর্যায়ের সম্মেলন ‘সবার জন্য শিক্ষা’ কর্মসূচি সফল করার লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে আয়োজিত হয়েছিলো।


ইতোপূর্বে বাংলাদেশ ব্যতীত সব সদস্য রাষ্ট্র এক বা একাধিকবার সভাপতির দায়িত্ব পালন করেছে। এবারই প্রথম বাংলাদেশ এ সম্মেলনের সভাপতির দায়িত্ব পালন করবে।

নাহিদ আরও বলেন, এ নয়টি দেশ নিয়ে আগামী ৫ থেকে ৭ ফেব্রুয়ারি (তিন দিনব্যাপী) রাজধানীর হোটেল র‌্যাডিসনে শুরু হচ্ছে শিক্ষা বিষয়ক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৪ অজর্ন সম্মেলন। ওই দিন সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন- ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বোকোভা এবং ই-নাইনের সব সদস্য রাষ্ট্রের শিক্ষামন্ত্রীসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা।

‘ই-নাইন’ দেশগুলো বিশ্বের মোট জনসংখ্যার অর্ধেকেরই প্রতিনিধিত্ব করে। সম্মলনে বাংলাদেশের জন্যে সুখবর হচ্ছে ফোরামের পরবর্তী মেয়াদের চেয়ারম্যান হতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

ফোরামের বর্তমান সভাপতি পাকিস্তান। বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে এ দিন সভাপতির দায়িত্বও হস্তান্তর করা হবে। ফলে বাংলাদেশের ভাবমূর্তি অনেকাংশে উজ্জ্বল হবে।

বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৭
এসজে/ওএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।