ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

শিক্ষা

‘পাঠ্য বইয়ের মাধ্যমে মৌলবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬:১৭, ফেব্রুয়ারি ৪, ২০১৭
‘পাঠ্য বইয়ের মাধ্যমে মৌলবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে’

ঢাকা: নতুন বছরের শুরু থেকেই পাঠ্য বইয়ের মাধ্যমে শিশুদের মাঝে মৌলবাদ ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন কেন্দ্রীয় খেলাঘর আসরের নেতারা।

শনিবার (০৪ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১০টায় আয়োজিত মানববন্ধনে এ মন্তব্য করেন সংগঠন নেতারা।

সাধারণ সম্পাদক আবুল ফারাহ্ পলাশ বলেন, ’৭১-এর পরাজিত শক্তি এখন সুকৌশলে আধিপত্য বিস্তার করছে আমাদের শিশুদের মনে।

এখন এক ভয়ানক সাম্প্রদায়িক বিষে আক্রান্ত শিক্ষা ব্যবস্থা।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সংগঠনটির চেয়ারম্যান অধ্যাপিকা পান্না কায়সার, সংগঠনটির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, সদস্য জসিম উদ্দিনসহ অন্যরা।

অন্য বক্তারা বলেন, এবারের পাঠ্যপুস্তকে রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন সেনের কবিতা বাদ দেওয়া হলো। কুসুমকুমারী দাশের কবিতার সম্পাদনায় ছুরি চালানো হলো। ২০১৭ সালের প্রথম দিনেই পাঠ্যপুস্তকের ঝকঝকে মলাটে মৌলবাদী চিন্তা সুকৌশলে শিশুদের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এসবই করা হয়েছে পরিকল্পনা করে।

সাম্প্রদায়িকতা, বৈষম্যমূলক ও ভুলে ভরা পাঠ্যবই প্রত্যাহার করে নেওয়াসহ সাত দফা দাবি তুলে ধরে শিশু সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৭
ইউএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।