সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে তারা এ দাবি জানান। পরে প্রক্টর ঘটনাস্থলে এসে তিনদিনের সময় দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বেলা ১১টার দিকে বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা পরীক্ষা ও ফল প্রকাশের দাবি নিয়ে শিক্ষকদের সঙ্গে দেখা করেন।
এর আগেও তারা বিভাগের শিক্ষকদের সঙ্গে একই দাবিতে কথা বলেও কাজ না হওয়ায় সোমবার বিভাগে তালা লাগিয়ে দেন। একপর্যায়ে তারা সেখানে অবস্থান ধর্মঘটে বসেন।
পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আনোয়ারুল হক স্বপন ও প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান ঘটনাস্থলে এসে আন্দোলনরত শিক্ষার্থীদের তিনদিনের সময় দিলে তারা আন্দোলন প্রত্যাহার করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে মোট ৯টি ব্যাচ রয়েছে। ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাস্টার্স পরীক্ষা শেষ হলেও থিসিসের কাজ এখনো সম্পন্ন হয়নি।
এদিকে ৩০ জানুয়ারি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ক্লাস শুরু করার মাধ্যমে আরো একটি নতুন ব্যাচ যোগ হয়েছে।
এছাড়া বিভাগের কয়েকটি শিক্ষাবর্ষের পরীক্ষা শেষ হলেও এখনো ফল প্রকাশ করা হয়নি। এদিকে কোর্স শেষ হলেও ফলাফল প্রকাশ না হওয়ায় অন্যান্য ব্যাচের পরীক্ষা হচ্ছে না।
এ বিষয়ে বিভাগীয় সভাপতি ড. আসাদুজ্জামান বলেন, সমস্যাটি সমাধানের বিষয়ে আমরা বিভাগের শিক্ষকরা মিটিং করেছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনও কিছু বিষয়ে সহায়তা করবে। আশা করছি দ্রুত বিষয়টির সমাধান হবে।
বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৭
আরএ