ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে বাস চালকের দুর্ব্যবহারের অভিযোগ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
শাবিপ্রবিতে শিক্ষার্থীদের সঙ্গে বাস চালকের দুর্ব্যবহারের অভিযোগ

সিলেট (শাবিপ্রবি): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনে নিয়োজিত বাস চালকের দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে।

বুধবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরে এ বিষয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

লিখিত অভিযোগে শিক্ষার্থী হারুনুর রশীদ জানান, গত ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকালে আখালিয়া নবাবী মসজিদের সামনে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গামী বাসকে থামানোর জন্য হাত দেখালেও চালক আতাউর রহমান বাস না থামিয়ে চালাতে থাকেন।

তবে একজন শিক্ষার্থী লাফ দিয়ে চলন্ত বাসে উঠে পড়েন।

এ সময় চালক আতাউর চালকের আসন ছেড়ে এসে বলে ‘এটা কি বাস থামানোর জায়গা? তুই বাসে লাফ দিয়ে উঠলি কেন?’  পরে প্রধান ফটকের সামনে বাসটি আসলে অন্য শিক্ষার্থীদের সঙ্গে বিষয়টি নিয়ে চালকের বাকবিতণ্ডা হয়।

শিক্ষার্থী হারুন পরিবহন দফতরে লিখিত অভিযোগে অবিলম্বে ওই চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

অভিযুক্ত চালক আতাউর বাংলানিউজকে বলেন, একজন শিক্ষার্থী চলন্ত বাসের গতিরোধ করায় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারতো।

তিনি অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় মূল ফটকের সামনে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে পরিবহন প্রশাসক ড. জহির বিন আলমকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।