ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

কেরানীগঞ্জের শুভাঢ্যা স্কুলে ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
কেরানীগঞ্জের শুভাঢ্যা স্কুলে ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের ৭০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সকালে বিদ্যালয়ের মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মশাল দৌড়ের মধ্যদিয়ে এ অনুষ্ঠান শুরু হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হিসেবে পুরস্কারপ্রাপ্ত কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এ বছর প্রধানমন্ত্রীর হাত থেকে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যানের পুরস্কার নেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগ সভাপতি মাহমুদ আলম, বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য আনিসুর রহমান মৃধা, জিনজিরা পি এম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু রায়হান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোশারফ হোসেন সেন্টু ও ফরিদ হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
আরবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।