ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

জাবির ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’র নতুন কমিটি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
জাবির ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’র নতুন কমিটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: মো. জহিরুল ইসলাম চৌধুরীকে সভাপতি ও নুরুল ইসলাম সাইমুমকে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’র নতুন কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ২০১৭-১৮ সেশনের জন্য ‘প্রকৃতি সংরক্ষণ উদ্যোগ’র ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বে রয়েছেন, সহ-সভাপতি মালিহা মমতাজ হিমু, রুবাইয়া আক্তার, সৈয়দা ফাহমিদা শারমীন, সহ-সাধারণ সম্পাদক খান মুহাম্মদ রিফাত বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক অনিমা বাড়ৈ, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, কোষাধ্যক্ষ অনিতা শারমীন মীম, সহ-কোষাধ্যক্ষ জান্নাতুল মাওয়া লিজা, প্রকাশনা সম্পাদক শাহনাজ পারভীন ইতি, সহ-প্রকাশনা সম্পাদক মিসাইল রানা শুভ, প্রচার সম্পাদক নয়ন খান, সহ-প্রচার সম্পাদক সিকদার সঞ্চিতা তাসনিম, যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক আবু নাঈম, সহ-যোগাযোগ ব্যবস্থাপনা সম্পাদক আজমাঈন মাহতাব সিয়াম, দফতর সম্পাদক নুশরাত জাহান চৌধুরী, সভা-সমাবেশ ব্যবস্থাপনা সম্পাদক হাসিবুল ইসলাম শান্ত, সহ-সভা সমাবেশ ব্যবস্থাপনা সম্পাদক সৈয়দা সিরাজুম মুনিরা।

কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন জিলানী ও রায়হান।

সংগঠনটি ২০১৩ সালের ৩ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৭
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।