ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবির উন্নয়নে ২শ’ কোটি টাকার প্রকল্প

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
শাবিপ্রবির উন্নয়নে ২শ’ কোটি টাকার প্রকল্প

শাবিপ্রবি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটিতে (একনেক) ২০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস থেকে বাংলানিউজকে এ খবর নিশ্চিত করে।

প্ল্যানিং অফিস পরিচালক আকবর হোসাইন জানান, একনেকে মঙ্গলবার ২০০ কোটি ৩৮ ল‍াখ টাকার উন্নয়ন প্রকল্প পাস হয়েছে।

প্রকল্পগুলির মধ্যে রয়েছে-ছাত্রীদের জন্যে আবাসিক হল, শিক্ষকদের আবাসিক ভবন, ছাত্রদের সৈয়দ মুজতবা আলী হলের সম্প্রসারণ, আইআইসিটি ভবন ও একাডেমিক ডি বিল্ডিং সম্প্রসারণ এবং বিভিন্ন বিভাগের জন্যে অত্যাধুনিক যন্ত্রপাতি ক্রয়।

গত চার বছর ধরে বিশ্ববিদ্যালয়ে উল্লেখযোগ্য উন্নয়ন কর্মকাণ্ড না হওয়া এবং এ ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ না পাওয়ার অভিযোগ রয়েছে। এর মধ্যে এ প্রকল্প পাস হলো।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।