ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসি'তে বরিশালে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এইচএসসি'তে বরিশালে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা বরিশাল শিক্ষা বোর্ড

বরিশাল: এবারের এইচএসসি পরীক্ষায় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে কমেছে পরীক্ষার্থীর সংখ্যা। ২০১৭ সালের পরিসংখ্যান অনুযায়ী বরিশাল বোর্ডে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৫৬২ জন, যা গত বছর ছিলো ৬২ হাজার ৪৮১ জন।

মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এ বছরে ৪৫ হাজার ৮২২, কিন্তু গত বছর নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৪৮ হাজার ২৫৮ জন। ফলে গত বছরের চেয়ে এ বছর নিয়মিত প্রায় আড়াইহাজার পরীক্ষার্থী কম অংশগ্রহণ করছে।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম বলেন, এ বছর মোট পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৯৭৬ জন ছেলে এবং ২৯ হাজার ৫৮৬ জন মেয়ে পরীক্ষার্থী রয়েছে। ফলে ছেলে পরীক্ষার্থীর সংখ্যা মেয়ে পরীক্ষার্থীর চেয়ে বেশিই রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৩৮২ জন জিপিএ উন্নয়নে, ১২ জন প্রাইভেট ও অনিয়মিত ১৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী রয়েছে।

এবারে বরিশাল জেলায় ২২ হাজার ৩৩০ জন, ঝালকাঠি জেলায় ৫ হাজার ৫৩ জন, পিরোজপুরে ৮ হাজার ১১৫ জন, পটুয়াখালীতে ১০ হাজার ৭৭৪ জন, বরগুনায় ৬ হাজার ৯২৩ জন ও  ভোলা জেলায় ৮ হাজার ৩৬৭ জন।

তিনি জানান, ৩৩২টি কলেজের মোট পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগে ১১ হাজার ৪৪৭ জন, মানবিক বিভাগে ৩২ হাজার ৯৪ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১৮ হাজার ২১ জন রয়েছে। যারা ১১৬টি কেন্দ্রে পরীক্ষা দিবে।

বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।