ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

এইচএসসিতে বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৬৩৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৭
এইচএসসিতে বরিশাল বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ৬৩৬

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ছিলো ৬৩৬ জন শিক্ষার্থী।

রোববার (০২ এপ্রিল) উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টায় সারাদেশের সঙ্গে একযোগে কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষার কোথাও কোনো বহিষ্কারের খবর পাওয়া যায়নি।

প্রথম দিনের পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় এ বছর অনুপস্থিতির হার বেশি।

অনুপস্থিতির গড় হিসাব ১ দশমিক ২২ শতাংশ। ২০১৬ সালে অনুপস্থিতি ছিলো দশমিক ৮৩ শতাংশ।

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন।

তিনি জানান, এ বছর বাংলা প্রথম পত্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ৫২ হাজার ৭৫৬ জন। নির্ধারিত ১১৬টি পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় মোট উপস্থিতির সংখ্যা ৫২ হাজার ১২০ জন। অনুপস্থিতির সংখ্যা ৬৩৬ জন।

বাংলা‌দেশ সময়: ২০২২ ঘণ্টা, এ‌প্রিল ০২, ২০১৭
এমএস/আরআইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।