ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বরিশালে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
বরিশালে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন

বরিশাল: বিভিন্ন দাবিতে বরিশালে পৃথক পৃথকভাবে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।

সোমবার (২২ মে) বেলা সাড়ে ১১টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট।

সংগঠনের বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন অধ্যক্ষ গোলাম কবীর, শওকত আলী, মনজুর আহসান জিসান, গৌরাঙ্গ চন্দ্র কুণ্ডু, সামসুল আলম ও আবুল হোসাইন প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে শিক্ষক-কর্মচারীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি প্রধান প্রধান সড়ক হয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বিভাগীয় পরিচালকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের বরিশাল বিভাগীয় পরিচালক প্রফেসর মো. ইউনুসের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে শিক্ষা জাতীয়করণ, ২০১৭-১৮ অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব বোনাস প্রদান, নন এমপিওভূক্ত শিক্ষক-কর্মচারীদের এমপিওভূক্ত করা, ঘুষ-দুর্নীতি, স্বজনপ্রীতি ও  অনিয়ম প্রতিরোধের দাবি জানানো হয়।

অন্যদিকে বৈশাখী ভাতা, বার্ষিক ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, আইসিটি, নন এমপিওভূক্ত প্রতিষ্ঠানগুলোকে এমপিও প্রদান এবং শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ) বরিশাল জেলা কমিটি।  

সকাল সাড়ে ১০টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জেলা কমিটির সভাপতি অধ্যাপক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ মো. মামুন অর-রশিদ, জেলা কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহে আলম, অধ্যাপক মো. সাইফুল ইসলাম, মো. হানিফ হোসেন প্রমুখ।

বক্তারা শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন। পাশাপাশি দাবি আদায়ের লক্ষ্যে সকল শিক্ষককে আগামীতে সকল ধরনের আন্দোলনে প্রস্তুত থাকার আহবান জানান।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ২২, ২০১৭
এমএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।