ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাজশাহী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ৭, ২০১৭
 রাজশাহী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন রাজশাহীতে বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সম্পন্ন

রাজশাহী: রাজশাহীতে দু’ দিনব্যাপী বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শেষ হয়েছে।

বুধবার (০৭ জুন) বিকেলে রাজশাহী কলেজ মিলনায়তনে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব ) সুলতান আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফ, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপ-মহা পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান ভূঁঞা ও রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি ) জাকির হোসেন।

বিভাগীয় এ মেলায় ৩টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রকল্প হিসেবে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিষ্ঠানগুলোকে অনুষ্ঠানে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়।

এতে জুনিয়র গ্রুপে ‘ইকো সুপার পাওয়ার’ প্রকল্প নিয়ে নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ১ম, ‘সুপার ডোর সিকিউরিটি সিস্টেম’ প্রকল্প নিয়ে সিরাজগঞ্জের কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় ২য় এবং ‘পাওয়ার প্ল্যান্ট ইলেকট্রিসিটি সিগন্যাল’ প্রকল্প নিয়ে রাজশাহীর সরকারি পিএন বালিকা উচ্চ বিদ্যালয় ৩য় স্থান অধিকার করেছে।

সিনিয়র গ্রুপে ‘সৌরতাপ শক্তির সাহায্যে টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন’ প্রকল্প নিয়ে পাবনার চাটমোহরের ছাইকোলা ডিগ্রি কলেজ ১ম, ‘স্মার্ট গারবেজ মনিটরিং সিস্টেম’ প্রকল্প নিয়ে রাজশাহী কলেজ ২য় এবং ‘এক্সট্রা প্যাসেঞ্জার রিমোভাল’ প্রকল্প নিয়ে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ৩য় স্থান অধিকার করেছে।

এছাড়া বিশেষ গ্রুপে ‘ডিজিটাল রেলওয়ে ক্রসিং সিস্টেম’ প্রকল্প নিয়ে নাটোরের আমরা করবো জয় বিজ্ঞান ক্লাব ১ম, ‘দ্য স্মার্ট প্লাগ’ প্রকল্প নিয়ে রাজশাহীর শাপলা কুঁড়ি বিজ্ঞান ক্লাব ২য় এবং ‘মিনি অ্যান্ড মোবাইল ল্যাব’ প্রকল্প নিয়ে রাজশাহীর আধুনিক বিজ্ঞান চর্চা কেন্দ্র ৩য় স্থান অধিকার করেছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
এসএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।