প্রতিষ্ঠানগুলো হলো- মেহেরপুর জেলার মড়কা জাগরণ কলেজ, মাগুরার বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, একই জেলার দক্ষিণ নোয়াপাড়া সম্মিলনী কলেজ ও ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ।
শিক্ষাবোর্ড সূত্র জানায়, মেহেরপুরের মড়কা জাগরণ কলেজ থেকে দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও দুজনেই ফেল করেছে।
যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বাংলানিউজকে বলেন, এই চার প্রতিষ্ঠানে পাঠদানের অনুমতি বন্ধের জন্য আমরা মন্ত্রণালয়ে সুপারিশ করে তালিকা পাঠাবো। গত বছরও যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য ছিলো তাদের পাঠদান বন্ধ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এএ