রোববার (২৩ জুলাই) সারাদেশে ফল প্রকাশ হয়।
দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ড থেকে পাওয়া তথ্যে জানা গেছে,
জেলায় মোট ২০ হাজার ২৩০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
১১ হাজার ২৮৯ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ছয় হাজার ৯২৮ জন। পাসের হার ৬১ দশমিক ৩৭ শতাংশ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৮২ জন।
আর মোট আট হাজার ৯৪১ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬ হাজার ৭৪ জন। পাশের হার ৬৭ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৮০ জন।
জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, জেলার সার্বিক ফলাফল তাদের কাছে পৌঁছায়নি। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ফলাফল ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছে। সব ফলাফল একত্রিত করার পরই জেলার সার্বিক তথ্য জানাতে পারবো। এ ক্ষেত্রে দু’/একদিন সময় লাগতে পারে।
বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
এসআই