ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শীঘ্রই বেরোবি আবাসিক হলের সার্বিক সমস্যার সমাধান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
শীঘ্রই বেরোবি আবাসিক হলের সার্বিক সমস্যার সমাধান প্রভোস্ট বডির সঙ্গে মত বিনিময়-ছবি-বাংলানিউজ

বেরোবি, রংপুর: অতি শীঘ্রই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীদের আবাসিক হলগুলোর নানা সমস্যার সমাধান করা হবে। শিক্ষার্থীদের স্বার্থে হলগুলোতে বিভিন্ন সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নাজমুল আহসান কলিমউল্লাহ। 

শনিবার (১২ আগস্ট)  রাতে ছাত্রদের আবাসিক হল শহীদ মুখতার এলাহী হলের নব নিযুক্ত প্রভোস্ট বডির সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নব নিযুক্ত প্রভোস্ট বডি হলটির সার্বিক পরিস্থিতি উপাচার্যের কাছে তুলে ধরেন।

উপাচার্য হলগুলো আধুনিকায়নের জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা বলেন।

এ সময় শহীদ মুখতার ইলাহী হলের প্রভোস্ট (চলতি দায়িত্ব) ড. শফিকুর রহমানসহ হলটির সহকারী প্রভোস্ট হারুন-আল-রশিদসহ সহকারী প্রভোস্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার এলাহী হলের ডাইনিংয়ে নিম্নমানের খাবার, অনাবাসিকদের আধিপত্য, অতিরিক্ত ফিসহ নানা সমস্যা রয়েছে। এসব নিরসনের দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ