রোববার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত হলে তল্লাশি চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, হল প্রশাসন ও পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, বিকেলে সাদ্দাম হোসেন হল প্রশাসনের সহায়তায় পুলিশ অস্ত্রবহনের অভিযোগের ভিত্তিতে হলের ৪২৩ নম্বর কক্ষে তল্লাশি চালায়।
পরে রাতে ইবি প্রশাসন, পুলিশ ও ডিবির সমন্বয়ে সাদ্দাম হোসেন হলের সব রুমে তল্লাশি চালানো হয়। এসময় সাদ্দাম হোসেন হল থেকে ৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল, রড, চাপাতি, হকিস্টিক ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এসময় শিবির সন্দেহে হাসনাত ও আজম নামে দুই শিক্ষার্থীকে আটক করা হয়। বর্তমানে ওই দুই শিক্ষার্থী পুলিশি হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ০০৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
আরবি/