বৃহস্পতিবার (১৭ আগস্ট) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আদেশ অনুযায়ী— অর্থনীতি বিভাগের ২১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতির ১৮ জন, ইংরেজির ৭ জন, ইতিহাসের ২০ জন, উদ্ভিদবিদ্যার ২০ জন, গণিতের ১৫ জন ও দর্শন বিভাগের ২২ জন শিক্ষক অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছেন।
আরও পদোন্নতি পেয়েছেন পদার্থবিদ্যা বিভাগের ১২ জন, প্রাণিবিদ্যার ১৬ জন, বাংলার ১৫ জন, ব্যবস্থাপনার ২১ জন, রসায়নের ১৩ জন, রাষ্ট্রবিজ্ঞানের ২১ জন, সমাজকল্যাণের ৭ জন, হিসাববিজ্ঞানের ১৭ জনসহ মোট ২৭৪ জন সহযোগী অধ্যাপক।
বাংলাদেশ সময়: ২১২২ আগস্ট ১৭, ২০১৭
এমআইএইচ/জিপি