শনিবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌস শিখা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, জেলার সিংগাইর উপজেলা ব্যতিত ছয়টি উপজেলার ২০২টি বিদ্যালয়ে বন্যা কবলিত।
বন্যার পানি কমে গেলে পুনরায় দ্বিতীয় সাময়িক পরীক্ষার সময়সূচি জানানো হবে বলেও জানান ওই জেলা শিক্ষা কর্মকর্তা।
শনিবার দুপুর ১২টা পর্যন্ত শিবালয়ের আরিচা ঘাট এলাকায় যমুনা নদীতে পানি প্রবাহের মাত্রা বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপরে। গত দুই দিন আগে ওই পানি প্রবাহের মাত্রা ছিলো বিপদসীমার ৭৭ সেন্টিমিটার উপরে। অর্থাৎ যমুনা নদীতে আগের চেয়ে ৫ সেন্টিমিটার পানি কমেছে বলে জানান দায়িত্বরত গেজ রিডার মো. ফারুক হোসেন।
বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিএস