প্রাইভেট, কোচিং বাণিজ্য এবং শ্রেণিকক্ষে গাইড ব্যবহার বন্ধে খুলনা বিভাগীয় কমিশনারের দফতরে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গিয়াস উদ্দিন স্বাক্ষরিত পত্রে এ তথ্য জানানো হয়েছে।
সভায় গৃহীত অন্যান্য সিদ্ধান্তসমূহ হচ্ছে- শিক্ষকদের নিয়মিত ক্লাস করানোর বিষয়ে রিপোর্ট দিতে হবে, পরীক্ষার খাতা অবশ্যই অভিভাবকদের দেখাতে হবে, শিক্ষার্থীদের ৭০ শতাংশ ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে হবে, সিটি করপোরেশন থেকে কোচিং সেন্টারের কোনো ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না, বিদ্যালয়গুলোতে ডিজিটাল হাজিরা এবং প্রত্যেক জেলায় একটি করে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে এবং গাইড বইয়ের নাম পরিবর্তন করে সহায়ক বই নামে বাজারে বিক্রি হচ্ছে কিনা সেদিকে নজর রাখতে হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
এমআরএম/ওএইচ/