বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার স্বার্থে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর তাকে এ দায়িত্ব দিয়েছেন।
তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর চাইলে তাকে (আখতারুজ্জামান) যেকোনো সময় দায়িত্ব থেকে অব্যাহিত দিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী হওয়ায় উপাচার্যের দায়িত্ব পাওয়া আখতারুজ্জামান সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।
সোমবার (০৪ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করা হয়েছে।
গত ২৪ আগস্ট বর্তমান উপাচার্য আরেফিন সিদ্দিকের মেয়ার শেষ হয়। উপাচার্য নির্ধারণের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন থাকায় আখতারুজ্জামানকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হলো।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৭
এমআইএইচ/জেডএস