বুধবার (১৩ সেপ্টেম্বর) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার শিক্ষক লাউঞ্জে শিক্ষক সমিতির এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্তু নেওয়া হয়।
একই সঙ্গে সভায় রোহিঙ্গা জাতি নিধনে মিয়ানমার সরকারের বর্বরোচিত আচরণের নিন্দা জানিয়ে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে মানববন্ধনের মাধ্যমে প্রতিবাদ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এএ