বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাড্ডার আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিভিন্ন পরীক্ষায় মাদ্রাসাটির শিক্ষার্থীরা কৃতিত্বের স্বাক্ষর রাখায় শুকরিয়া আদায় ও তাদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ কে এম রহমতুল্লাহ বলেন, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আর এজন্য বর্তমান আওয়ামী লীগ সরকারের অবদান অনেক বেশি।
এ বছর প্রথমবারের মত কওমি মাদ্রাসাগুলোর ছয়টি শিক্ষাবোর্ডের সমন্বিত বোর্ড ‘আল হাইয়াতুল উলয়া লিল-জামিআ'তিল কওমিয়া বাংলাদেশ’ পরিচালিত দাওরায়ে হাদিস (মাস্টার্স) পরীক্ষায় প্রায় ২০ হাজার পরীক্ষার্থীর মধ্যে প্রথম স্থান অর্জন করেন ইদারাতুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ ইলিয়াস হোসাইন। এছাড়া ফযিলত (ডিগ্রি) পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন একই মাদ্রাসার যথাক্রমে মোহাম্মদ মুহিব্বুল্লাহ ও মোহাম্মদ মাহবুবুল আলম। আর সানাবিয়া (একাদশ শ্রেণি) পরীক্ষায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেন যথাক্রমে মোহাম্মদ নুরুদ্দিন ও তাসলিম মাহমুদ।
পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য অনুষ্ঠানে সবাইকে ইসলামী বই ও নগদ অর্থ দিয়ে সম্মাননা জানানো হয়। তাদের হাতে পুরস্কার তুলে দেন এ কে এম রহমতুল্লাহ।
মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র (ভারপ্রাপ্ত) আলহাজ্ব মুহাম্মদ উসমান গণী।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
এসজেএ/এইচএ/