ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

রাবিতে দুর্গাপূজা ও আশুরায় ছুটি শুরু ২৬ সেপ্টেম্বর

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৭
রাবিতে দুর্গাপূজা ও আশুরায় ছুটি শুরু ২৬ সেপ্টেম্বর

রাবি: দুর্গাপূজা ও আশুরা উপলক্ষে ৭ দিনের ছুটিতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ছুটি শুরু হয়ে চলবে ২ অক্টোবর পর্যন্ত।

বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ হবে ২৭ সেপ্টেম্বর। তবে ছুটি চলাকালীন আবাসিক হলগুলো খোলা থাকবে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্গাপূজা উপলক্ষে ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে। এর মধ্যে ২৭ ও ২৮ সেপ্টেম্বর অফিসও বন্ধ থাকবে। এরপর ২৯ ও ৩০ সেপ্টেম্বর সাপ্তাহিক (শুক্র ও শনি) ছুটি হওয়ায় এ দুদিনও ক্লাস  ও অফিস বন্ধ থাকবে।

অন্যদিকে, ১ ও ২ অক্টোবর আশুরার ছুটি থাকবে। এসময়ও
ক্লাস ও অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছুটি শেষে ৩ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।