শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল ও দুপুর এ দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে পরীক্ষা নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে।
এখনও কিছু বিভাগে শেষ মুহূর্তের ক্লাস, মিড টার্ম পরীক্ষা চলছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু বলেন, “শিক্ষার্থীবান্ধব পরিবেশে সব শিক্ষার্থীর অংশগ্রহণের কথা মাথায় রেখে পরীক্ষা গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনার্সের ১৬টি বিভাগ ও মাস্টার্সের ছয়টি বিভাগের প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এএটি