ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

বেরোবির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
বেরোবির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল বেরোবির নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোলটেবিল

বেরোবি (রংপুর): বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নীল দলের আয়োজনে ‘প্রাপ্তি ও প্রত্যাশার ৯ বছর: আমাদের করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সঞ্চালনায় গোলটেবিলে বাংলা বিভাগের অধ্যাপক ড. নাজমুল হক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে গত নয় বছরে বিশ্ববিদ্যালয়ের অর্জন ও সম্ভাবনাগুলো তুলে ধরেন তিনি।

নীল দলের সভাপতি ড. শফিক আশরাফের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ। বিশেষ অতিথি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর উপস্থিতিতে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নীল দলের সাধারণ সম্পাদক ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ।

প্রধান অতিথি উপাচার্য ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, ক্যাম্পাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং ইন্টানেট সংযোগ চালু করা হবে। যে কোন সমস্যা দ্রুততম সময়ে দূর করা হবে।

গোলটেবিল বৈঠকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তাদের বিভিন্ন সমস্যা ও মতামত তুলে ধরেন।

পরিসংখ্যান বিভাগের শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ চালুকরণ, প্রযুক্তিগত সুবিধা প্রদান প্রয়োজন। দুর্যোগব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এটিএম জিন্নাতুল বাশার ‘পর্যাপ্ত শিক্ষক নিয়োগ এবং ক্লাশ রুম বাড়ানোর জোর দেন।

পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল কুমার চক্রবর্তী বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা রাখা এবং গরিব মেধাবী শিক্ষার্থীদের জন্য মেধাবৃত্তি চালু করা প্রয়োজন।

বেরোবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান নোবেল শেখ বলেন, ছোট বিষয় থেকে বড় বিষয় পর্যন্ত সকল ক্ষেত্রে আমাদের ইতিবাচক মনোভাবের পরিচয় দেওয়া জরুরি। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো দিক আছে সেগুলো প্রাচারে রাখা উচিত। আমাদের শিক্ষক রাজনীতির বিভাজন দূর হওয়াও জরুরি।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম বকুল বলেন, অপরাজনীতি দূর না হলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কাজ ব্যহত হবে।

বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি কমানো দাবি জানান হিসাববিজ্ঞান বিভাগের ৫ম ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন।  

বাংলা বিভাগের শিক্ষার্থী হাফিজা রহমান হ্যাপী চিকিৎসা কেন্দ্রে চিকিৎসক মনোযোগ দিয়ে চিকিৎসা সেবা দেন না বলে অভিযোগ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৭
এমজেএফ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।